
ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের ছাদে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের মানুষ গভীর শোকে নিমজ্জিত।
বিধ্বস্ত বিমানে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকা অবস্থায়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেছেন, “খুবই সরল একটা প্রশ্ন… কতজন মানুষ আমরা গতকাল হারিয়েছি?”
বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত না হলেও, বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।
সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন।
আবির