
ছবি: সংগৃহীত।
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোঃ হারুন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদি গ্রামে এঘটনা ঘটে।
নিহত হারুন ওই গ্রামের আতরেজ্জামান বাবুর ছেলে। পেশায় রাজমিস্ত্রি। বিগত কিছু বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, হারুন সোমবার সকালে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে গ্রামের কিছু মানুষ সুপারি বাগানের পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের অনেকেই বলছেন, হারুন প্রায়ই এলাকায় ঘোরাঘুরি করতেন, তবে এমন পরিণতি কেউ কল্পনাও করেননি। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চললেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, মরদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে তার মুখে বিষ জাতীয় পদার্থের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মিরাজ খান