
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানাকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। ভোররাতে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, আসামি সোহেল রানা প্রতিবেশী হিসেবে ভুক্তভোগী নারীর বাড়িতে আসা যাওয়া এবং কথাবার্তা হতো। ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকায় সোহেল রানা বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করত এবং ভয়ভীতি দেখাত।
২৬ জুন ঘটনার রাতে ওই নারী টয়লেটে যাওয়ার জন্য বাহির হওয়া মাত্রই সোহেল রানা মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি লেবুবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে। মঙ্গলবার ভোররাতে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজু