ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সকাল থেকে সন্ধ্যা, চাপের মুখে উপদেষ্টারা অবশেষে মুক্ত

প্রকাশিত: ২০:৫৯, ২২ জুলাই ২০২৫

সকাল থেকে সন্ধ্যা, চাপের মুখে উপদেষ্টারা অবশেষে মুক্ত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেছেন। তাদের সঙ্গে ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান। এরপর মেট্রোরেল ডিপোর ভেতরের রাস্তা ব্যবহার করে তাদের বহনকারী গাড়িগুলো ক্যাম্পাস এলাকা ত্যাগ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সংশ্লিষ্ট উপদেষ্টারা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, বুধবার (২৩ জুলাই) শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজ পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। একই সময়ে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করে আন্দোলনে নামে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের সামনের গোলচত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যায় এবং অভিযোগ তোলে যে, বিমান দুর্ঘটনায় প্রকৃত মৃতের সংখ্যা সরকার গোপন করছে।

বিকেল সোয়া তিনটার দিকে উপদেষ্টারা পুলিশের পাহারায় কলেজ ত্যাগের চেষ্টা করলেও শিক্ষার্থীদের বাধায় ফিরে যেতে বাধ্য হন। এরপর তারা কলেজের সাত নম্বর একাডেমিক ভবনে গিয়ে অবস্থান নেন এবং সেখানে আবারও অবরুদ্ধ হন।

তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো দিনজুড়ে ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়। দীর্ঘ ৯ ঘণ্টার টানটান পরিস্থিতি শেষে অবশেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশি সহায়তায় উপদেষ্টা ও প্রেস সচিবরা কলেজ ত্যাগ করেন।

Jahan

×