ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মৃত্যুর আগে স্বামীকে শেষবার যা বলেছিলেন শিক্ষিকা মেহেরুন্নেসা

প্রকাশিত: ২১:০৯, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২১:১২, ২২ জুলাই ২০২৫

মৃত্যুর আগে স্বামীকে শেষবার যা বলেছিলেন শিক্ষিকা মেহেরুন্নেসা

সংগৃহীত


উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার আগুনে পুড়ে যাওয়া শিক্ষকদের একজন ছিলেন মেহেরুন্নেসা। মৃত্যুর আগ মুহূর্তে দগ্ধ শরীর নিয়েই স্বামীকে করেছিলেন একটিমাত্র ফোন—যেখানে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল মায়ের মমতা, স্ত্রীর শেষ আকুতি: “আমি বাঁচব না… শুধু আমাদের সন্তানদের দেখে রেখো। ওদের যেন কষ্ট না হয়…”

এই শব্দগুলো এখন স্তব্ধ করে দিচ্ছে সবকিছু। এই ছিল এক মায়ের শেষ প্রার্থনা—নিজের জন্য কিছু নয়, শুধুই সন্তানদের জন্য ভালোবাসা।

মেহেরুন্নেসা ছিলেন মাইলস্টোন স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা। বিস্ফোরণের মুহূর্তে তিনি শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছিলেন। সহকর্মীদের ভাষায়, তিনি ছিলেন দায়িত্ববান, অতি মমতাশীলা ও সবার শ্রদ্ধেয়।

ঘটনার পরপরই স্বামীর কাছে আসে ফোন। দগ্ধ অবস্থায় কান্না ভেজা কণ্ঠে স্ত্রী শুধু বলেন—
“তোমাকে ভালোবাসি। কিন্তু আমি থাকছি না। বাচ্চাদের দিকে খেয়াল রেখো। ওরা যেন একা না হয়।”

স্বামীর ভাষায়, “ফোনের ওপাশে আমি আগুনের আওয়াজ শুনছিলাম। আর আমার স্ত্রী মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমাকে সন্তানদের কথা বলছিল... আমি কিছুই করতে পারিনি।”

এই মুহূর্তে পরিবার, সহকর্মী, এমনকি গোটা স্কুলে শুধুই স্তব্ধতা। তাঁর ছোট ছেলেটি এখনও জানে না, মা আর ফিরে আসবে না।

একজন শিক্ষিকা, একজন মা, একজন মানুষ—যিনি নিজের জীবন শেষ মুহূর্তেও অন্যের কথা ভেবেছেন। তাঁর শেষ কথাগুলো যেন চিরকাল প্রশ্ন করে যাবে—এই মৃত্যু কি শুধু দুর্ঘটনা, নাকি অবহেলার নির্মম পরিণতি?

হ্যাপী

×