
ছবি: সংগৃহীত
লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য মন্তব্য করেছেন, ‘এমন দিনেও টানা গুজব ছড়াচ্ছে আওয়ামী বাকশালীরা। সামন্ত লাল সেনকে গত ১১ মাসেও গ্রেফতার করা হয়নি।’
সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য আরও লেখেন, ‘উনি (সামন্ত লাল সেন) বার্ন চিকিৎসার কেউ ছিলেনও না। বার্ন চিকিৎসায় উনার কোনো ডিগ্রি বা আলাদা স্পেশালাইজেশানও নেই।’
মূলত, পিনাকী ভট্টাচার্য ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ফেসবুক পেজে দেওয়া নিজের এক স্ট্যাটাস শেয়ার করে এমন মন্তব্য করেছেন।
সেই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘ডা: সামন্ত লাল সেনের নির্দেশে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় দেশের সরকারি-বেসরকারি অনেক হাসপাতালে আহতের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় এবং অনেক নিহতের লাশ পোস্টমর্টেম না করে গণকবর দেওয়া হয়, সকল হাসপাতালের জরুরি বিভাগের রোগীর রেজিস্ট্রার ছিড়ে ফেলে দেওয়া হয়। প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানে শান্তি মিছিল করার নির্দেশ দেওয়া হয়। এই ফ্যাসিস্ট কোথায়? ও কার বাসায় লুকিয়ে আছে খুজে বের করুন। এই ফ্যাসিস্টকে দ্রুত গ্রেফতার করে মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার করুন।’
সূত্র: https://www.facebook.com/share/1FjK4kP6Qa/
রাকিব