
চলতি সপ্তাহে সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণের কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, এ মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের কাজ পরশুর মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করব। তিনি বলেন, ৭৯টি সংসদীয় আসন থেকে সীমানা পুনর্নির্ধারণের জন্য ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাইবাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চ‚ড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।
ইসি সচিব বলেন, খসড়া তালিকা প্রকাশে আর কোনো আইনি জটিলতা নেই। খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, তা যোগ করে আমরা এ মাসে তালিকা প্রকাশ করব। গত সপ্তাহে এটা না করার কারণটা হলো, আমাদের কমিশনের সিদ্ধান্তটা ‘মিনিস্টার অ্যাপ্রুভাল’ হয়ে আসতে হবে সেটার জন্য। তবে আজ আমি বলতে পারছি, এটা চলতি মাসে হবে। আরেক প্রশ্নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে ইসি সচিব বলেন, আগের নির্বাচন কমিশন সভার পর একজন কমিশনার বলেছিলেন, আমরা ইভিএম আর ব্যবহার করব না। এখন এটির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই ইভিএমের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই পাঠানো চিঠি প্রসঙ্গে ইসি সচিব বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তার ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে। যারা তখন দায়িত্বে ছিলেন, তারাই জানেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। ইসি থেকে কেবল সেই তালিকাটি সরবরাহ করা হবে পিবিআইয়ের কাছে।