
উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনার পর শুধুমাত্র বিমানবাহিনী নয়, সমানভাবে স্কুল কর্তৃপক্ষকেও দায়ী করেছেন মিলস্টোন স্কুলের সাবেক এক ছাত্রী। তিনি বলেন, “This is not a right place for school”—এই জায়গায় স্কুল থাকা উচিৎ ছিল না।
ভূক্তভোগী ছাত্রী জানান, তিনি ১২ বছর মিলস্টোন স্কুলে পড়াশোনা করেছেন এবং বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি বলেন, বছর সাত-আট আগে যখন মিলস্টোন স্কুলের ভবন নির্মাণ হচ্ছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই জায়গাটিকে স্কুল নির্মাণের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছিলেন। কারণ এই এলাকা মূলত কমার্শিয়াল পাইলটিং ও প্লেন ল্যান্ডিংয়ের উপযুক্ত এলাকা, যেখানে একটি স্কুল থাকা নিরাপদ নয়।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে সেসময় স্কুল কর্তৃপক্ষকে বিকল্প জমি দিয়ে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এমনকি এখানে র্যাব-এর একটি বেস গড়ে তোলার পরিকল্পনাও ছিল। তবে স্কুল কর্তৃপক্ষ সেই সময় এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন শুরু করে, যাতে শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়।
ঘটনার দায়ভার নিয়ে সাবেক এই শিক্ষার্থীর মন্তব্য, “সবাই হয়তো বিমানবাহিনীকে দোষারোপ করবে, কিন্তু সমানভাবে স্কুল কর্তৃপক্ষও দায়ী। এই জায়গায় স্কুল থাকার কথা না।”
তিনি অনুরোধ করেন, সেসময়ের আন্দোলন ও সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে যেন তদন্ত হয় এবং গণমাধ্যম বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে।
সানজানা