
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে সময় যত গড়াচ্ছে, আর্তনাদ তত বাড়ছে। নিহতদের জন্য শোক প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ফেসবুকে তিনি লিখেন, ‘উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।’
আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অপু বিশ্বাস আরও লিখেছেন, ‘এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রয়োজন হতে পারে, আপনার রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে।’
রক্ত দেওয়া যাবে এ রকম কয়েকটি হাসপাতালের নাম ওই পোস্টে উল্লেখ করেছেন অপু বিশ্বাস।
লিখেছেন, ‘দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।’ পোস্টে মন্তব্য করেছেন বহু অনুরাগী। এ মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন সবাই।
সানজানা