
বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, মতভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য ও অহংকার। একে অপরকে কাদা ছোড়াছুড়ি নয়, বরং রাজনৈতিক সহাবস্থান ও শ্রদ্ধাবোধই গণতন্ত্রকে শক্তিশালী করে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির আয়োজনে ফাল্গুনি হোটেল চত্বরে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক দলীয় জাতীয়তাবাদের বীজ বপন করে গেছেন, যা আজ দেশের মানুষের অস্থি, হৃদয় ও রক্তে মিশে গেছে। এমনকি যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও জিয়াউর রহমানকে সম্মান করেন, কটূ কথা বলেন না।
বিএনপিকে দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, এই দলকে বাদ দিয়ে দেশের কোনো রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
আন্দোলনের সফলতা দেখতে জনগণ এখন অপেক্ষায় উল্লেখ করে জিএম সিরাজ বলেন, মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি ভোটের নামে তামাশা চালিয়ে যাচ্ছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে।
জাতীয় পার্টিকে বেইমান আখ্যা দিয়ে তিনি বলেন, তারা বারবার ভোট ডাকাতির সহযোগী হয়েছে। আওয়ামী লীগের ছায়াতলে থেকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বিএনপির শত্রু নয়, তারা রাজনৈতিক প্রতিপক্ষ। তাই কাদা ছোড়াছুড়ি নয়, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে হবে।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, বিএনপি জিয়াউর রহমানের আদর্শে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই সিদ্দিকী হেলালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শফিকুল আলম তোতা, গোলাম মাহবুব প্যারিস, রফিকুল ইসলাম মিন্টু, সাইদুল ইসলাম, মাহবুবুল আলম হিরু প্রমুখ।
শেখ ফরিদ