ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

গতকাল মাইলস্টোনের ঘটনার পর থেকে বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে

প্রকাশিত: ১৫:৪০, ২২ জুলাই ২০২৫

গতকাল মাইলস্টোনের ঘটনার পর থেকে বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে

ছবি: সংগৃহীত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শোক জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন অনেকেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন তারা।

এবার সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনিও এই ঘটনায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি লিখেন-

চরম ব্যস্ততার কারণে কখনো বাচ্চাদের স্কুল থেকে আনতে যাওয়া হয় না আমার, আগে বাচ্চাদের ড্যাডি ওদের সব দিক দেখে রাখতো,সে চলে যাওয়ার পর থেকে দায়িত্বের ভার আরো বেড়ে গেছে আমার, সপ্তাহে সাত দিন কাজ করতে হয় আমাকে , অন্য মায়েদের থেকে তুলনামূলক আমি অনেক কম টাইম দিতে পারি বাচ্চাদের।

তিনি আরও লিখেন, গতকাল মাইলস্টোনের ঘটনার পর থেকে বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে , আসলে জীবন কত ছোট!! আমরা কেউ জানি না কে কখন চলে যাবো!!! নিহত এবং আহত বাচ্চাদের বাবা-মায়েদের যে কি অবস্থা , এটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহতালা তাদের শোক সহ্য করার ক্ষমতা দিক।

শিহাব

×