
মর্মান্তিকভাবে মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার। ৫৪ বছর বয়সী এই অভিনেতা কোস্টারিকায় ছুটি কাটাতে গিয়ে সাঁতার কাটার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারান। গতকাল সোমবার দেশটির তদন্ত বিভাগ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
রবিবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের কাছে প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে সাঁতার কাটছিলেন ওয়ার্নার। হঠাৎ করেই তীব্র স্রোতে তিনি গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করেন। আশেপাশে থাকা লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে কোস্টারিকার রেড ক্রসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ৯ বছর বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন ম্যালকম-জামাল ওয়ার্নার। ছোটবেলা থেকেই তিনি খ্যাতি অর্জন করেন জনপ্রিয় টিভি শো ‘দ্য কসবি শো’-তে থিওডোর হাক্সটেবল চরিত্রে অভিনয় করে। তার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
রাজু