ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২২:১৩, ২২ জুলাই ২০২৫

একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট

ছবি: সংগৃহীত

গতকাল সোমবার (২১ জুলাই) ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা দেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ঘটেছে ভয়াবহ হতাহতের ঘটনা। 

এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিকেরও বেশি শিশুরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় দেখা গেছে উৎসুক জনতা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশে-পাশে জটলা পাকিয়ে ভিডিও করেছে। এবার এ ঘটনার প্রতিবাদ করেছেন সংগীতশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তাশরীফ খান।

নিজের ভ্যারিফায়েড পোস্টে তাশরীফ লিখেছেন, ‘একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট।’ মন্তব্যের ঘরে নেটিজেনরা তাশরীফের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।  কেউ বলছেন, সঠিক বলছেন ভাই। আবার কাউকে মন্তব্য করতে দেখা গেছে 'এটাই বাংলাদেশ' বলে।

মুমু ২

×