
গণ অধিকার পরিষদ (জিওপি) রংপুর জেলা শাখার ৮৮ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. শেরে খোদা আসাদুল্লাহকে সভাপতি, মো. তোফায়েল আহমেদ তুষারকে সাধারণ সম্পাদক এবং মো. রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে আগামী এক বছরের জন্য এই আংশিক জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. শেরে খোদা আসাদুল্লাহ বলেন, “আপনারা জানেন, গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের মানুষ লক্ষ্য করেছে। আমরা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে এসে মানুষের মৌলিক অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এই লক্ষ্য সামনে রেখেই আমরা সংগঠনকে এগিয়ে নেব ইনশাআল্লাহ।”
তিনি নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি প্রত্যাশা ব্যক্ত করেন, “এই কমিটির নেতৃত্বে রংপুর জেলা শাখা সুসংগঠিত ও বলিষ্ঠভাবে অগ্রসর হবে। আমরা খুব শিগগিরই জেলার আটটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম বিস্তৃত করবো এবং উপজেলা কমিটিগুলো গঠন করবো।”
এদিকে নবগঠিত জেলা কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং আশা করছেন, এই কমিটির হাত ধরে সংগঠন আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।
রাজু