ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এআই দিয়ে কোডিং: গতি বাড়ছে নাকি কমছে? গবেষণায় মিলল চমকে দেওয়া বাস্তব চিত্র

প্রকাশিত: ০৪:৩৫, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০৪:৩৬, ২৩ জুলাই ২০২৫

এআই দিয়ে কোডিং: গতি বাড়ছে নাকি কমছে? গবেষণায় মিলল চমকে দেওয়া বাস্তব চিত্র

ছবি: প্রতীকী

অনেকের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে কোডিংয়ের গতি বাড়ে। কিন্তু নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র—এআই ব্যবহার করলে অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপারদের কাজের গতি কমে যায়!

অলাভজনক গবেষণা সংস্থা METR সম্প্রতি একটি সমীক্ষায় দেখিয়েছে, এআই টুল ব্যবহারে অভিজ্ঞ ডেভেলপাররা কোডিংয়ে গড়ে ১৯% বেশি সময় নিচ্ছেন। তারা মূলত Cursor Pro ও Claude 3.5/3.7 Sonnet-এর মতো জনপ্রিয় AI কোডিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেছেন।

গবেষণায় যা জানা গেছে

গবেষণায় অংশ নেন ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ১৬ জন ডেভেলপার। জটিল সফটওয়্যার প্রকল্পে কাজ করেন তাঁরা—কখনো AI-এর সাহায্যে, কখনো ছাড়াই।

কাজ শুরুর আগে ডেভেলপাররা ধারণা করেছিলেন, AI ব্যবহারে সময় ২৪% কমবে। কাজ শেষে তাঁদের ধারণা ছিল ২০% সময় বাঁচে।

কিন্তু প্রকৃত ফল উল্টো—AI ব্যবহার করলেই কাজ শেষ করতে ১৯% বেশি সময় লেগেছে।

METR গবেষকরা বলেন, ‘যদিও পরীক্ষায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবুও বিভিন্ন বিশ্লেষণে একই রকম ফলাফল পাওয়া গেছে—এটা কেবল গবেষণার ত্রুটি নয়।’

তবে নতুনদের জন্য AI উপকারী হতে পারে

গবেষকরা সতর্ক করে বলেছেন—এই ফলাফল শুধুই অভিজ্ঞ কোডারদের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন বা কম অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য AI এখনো বড় সহায়তা হতে পারে।

তবু AI-এ বিনিয়োগ থেমে নেই

AI কিছুটা ধীরগতি তৈরি করলেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেমে নেই। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, ২০২৪ সালের শেষ প্রান্তিকে গুগলের নতুন কোডের এক-চতুর্থাংশই AI তৈরি করেছে, যা পরবর্তীতে প্রকৌশলীরা পর্যালোচনা করে চূড়ান্ত করেন।

পিচাই বলেন, ‘AI আমাদের ইঞ্জিনিয়ারদের আরও দ্রুত এবং বেশি কাজ করতে সাহায্য করছে।’

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×