ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে ১০টি দেশে

প্রকাশিত: ০৪:৪৮, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০৪:৪৯, ২৩ জুলাই ২০২৫

১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে ১০টি দেশে

ছবি: সংগৃহীত

আগামী ২ আগস্ট, ২০২৭ এ আকাশজুড়ে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য—সম্পূর্ণ সূর্যগ্রহণ। এটি হবে বিগত ১০০ বছরের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা একটি পূর্ণ সূর্যগ্রহণ, যা ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে।

এই দৃশ্যপট দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে। জানা গেছে, ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে ভূমি থেকে দেখা যাওয়া সূর্যগ্রহণগুলোর মধ্যে এটিই হবে সবচেয়ে দীর্ঘ।

যেখানে দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ

এই সূর্যগ্রহণ দেখা যাবে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন, সোমালিয়া ও স্পেনের কিছু অংশে। ধারণা করা হচ্ছে, মোট ৮ কোটি ৯০ লাখ মানুষ এই ঘটনার সাক্ষী হতে পারবেন।

যুক্তরাজ্যের রয়্যাল মিউজিয়ামস গ্রিনউইচ-এর জ্যোতির্বিদ গ্রেগ ব্রাউন বলেন, ‘সূর্যগ্রহণ সাধারণত কয়েক সেকেন্ড থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়কাল নির্ভর করে চাঁদ ও সূর্যের আপাত আকৃতির ওপর, যা তাদের পৃথিবীর থেকে দূরত্বের অল্প পরিবর্তনের ফলে ঘটে।’

সূর্যগ্রহণ কীভাবে হয়?

সূর্যগ্রহণ ঘটে তখনই, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে বাধা পায়। এই ঘটনা কেবল অমাবস্যা-র সময়েই সম্ভব, কারণ তখনই চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থানে থাকে। তবে চাঁদের কক্ষপথ সামান্য বাঁকা হওয়ায় এটি সবসময় ঘটে না।

সূর্যগ্রহণের প্রকারভেদ

১. পূর্ণ সূর্যগ্রহণ (Total Solar Eclipse): চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেয় এবং সূর্যের বহিঃপরিসর বা করোনা দেখা যায়।

২. আংশিক সূর্যগ্রহণ (Partial Solar Eclipse): চাঁদ সূর্যের আংশিক অংশ ঢেকে দেয়।

৩. বলয়গ্রাস সূর্যগ্রহণ (Annular Solar Eclipse): চাঁদ সূর্যের চেয়ে ছোট দেখায়, ফলে সূর্যকে ঘিরে একটি আলোয় বলয় দেখা যায়।

২০২৭ সালের গ্রহণ কেন এত গুরুত্বপূর্ণ?

এটি কেবল দীর্ঘতম গ্রহণই নয়, বরং একটি বিরল মহাজাগতিক ঘটনা যা আগামী বহু দশকেও পুনরাবৃত্তি নাও হতে পারে। জ্যোতির্বিদদের মতে, যারা সরাসরি এই দৃশ্য দেখতে পারবেন, এটি তাদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×