ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

প্রকাশিত: ২১:২৬, ২২ জুলাই ২০২৫

৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তে ২০ জন নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত ও ক্ষতিপূরণসংক্রান্ত আলোচনা করতে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মঙ্গলবার সকাল ১১টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে পৌঁছান তারা। শুরুতে তারা নিহতদের প্রতি শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। তবে কথা বলার সময় উপস্থিত শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করে এবং তারা উপদেষ্টাদের ঘিরে ধরে নানা প্রশ্ন ছুঁড়ে দেয়।

এসময় শিক্ষার্থীদের মূল দাবি ছিল—

  • জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ,
  • দায়ীদের দ্রুত বিচার,
  • ক্ষতিপূরণ ও পুনর্বাসন,
  • ট্রমা ব্যবস্থাপনা সহায়তা,
  • এইচএসসি পরীক্ষার সময় পুনর্নির্ধারণ
  • এবং
  • মাইলস্টোনে তথ্যকেন্দ্র স্থাপন।

উপদেষ্টারা জানান, সরকারের পক্ষ থেকে একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে, যেখানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ট্রমা ম্যানেজমেন্ট ও পুনর্বাসনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তারা।

কিন্তু ক্ষোভ প্রশমিত হয়নি। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে উপদেষ্টাদের বাধা দেয়। দীর্ঘ ৯ ঘণ্টা আলোচনার পর সন্ধ্যার দিকে প্রশাসনের হস্তক্ষেপে তারা নিরাপত্তার মধ্যে স্কুল ত্যাগ করেন।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও নাগরিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, সরকারের ওপর শিক্ষার্থীদের এই অনাস্থা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার ইঙ্গিত বহন করে।

সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হ্যাপী

×