ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বিবিসি বাংলা প্রতিবেদন

একসাথেই খেলতো তিন শিশু, এখন পাশাপাশি কবরে শুয়ে আছে

প্রকাশিত: ২১:২৫, ২২ জুলাই ২০২৫

একসাথেই খেলতো তিন শিশু, এখন পাশাপাশি কবরে শুয়ে আছে

ছবি: সংগৃহীত

প্রতিদিনের মতোই সোমবার সকালে একসাথে স্কুলে পা রেখেছিল উত্তরার দিয়াবাড়ির তিন খুদে বন্ধু—আরিয়ান, বাপ্পি ও উমায়ের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীরা ক্লাস শেষে অংশ নিচ্ছিল কোচিংয়েও। তাদের সেদিন ঘরে ফেরার কথা ছিলও, কিন্তু সেই ফেরা আর স্বাভাবিক থাকেনি।

 

 

হাসিখুশি প্রাণবন্ত মুখগুলো ফিরেছে নিথর দেহ হয়ে। স্বজনদের বুকফাটা আহাজারি আর কান্নায় যেন ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে তাদের জীবন থেমে যায়।

আরিয়ান, বাপ্পি ও উমায়ের শুধু বন্ধুই নয়—তারা একই বংশের সদস্য, একই এলাকায়, দিয়াবাড়ির তারারটেক মসজিদের পাশে বেড়ে উঠছিল। ভাগ্যচক্রে একসাথে তাদের বিদায়ও হলো এক মর্মান্তিক দুর্ঘটনায়।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেল, যে উঠোনে তারা দুদিন আগেও খেলে বেড়িয়েছিল, সেই আঙিনার পাশেই এখন তাদের কবর। পাশে পাশে শায়িত তিন ছোট্ট প্রাণ। স্বজনদের কান্না থামছে না, প্রতিবেশী, বন্ধু, সহপাঠীদের চোখেও অশ্রু। পুরো এলাকা যেন স্তব্ধ এক বিষাদের ভারে।

 

 

 

এই শোক শুধু একটি পরিবারের নয়, যেন পুরো জাতির। ছোট্ট এই জীবনগুলো আর কোনোদিন ফিরবে না, তবে রেখে গেল এক গা শিউরে ওঠা বাস্তবতা—নিরাপত্তাহীন আকাশপথের নির্মম ছোবল কাড়ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে।

ছামিয়া

×