ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শোকের সময়ে পাশে বিএনপি, সরাসরি উদ্ধার তদারকিতে তারেক রহমান

প্রকাশিত: ২১:২৮, ২২ জুলাই ২০২৫

শোকের সময়ে পাশে বিএনপি, সরাসরি উদ্ধার তদারকিতে তারেক রহমান

উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা গেছে ব্যতিক্রমী সাড়া। এমন এক হৃদয়বিদারক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন একাধিক মানবিক ও ব্যতিক্রম রাজনৈতিক সিদ্ধান্ত, যা রাজনৈতিক পরিপক্বতার এক ভিন্ন দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই।

সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভা চলাকালে তারেক রহমান তাৎক্ষণিকভাবে বিএনপির একাধিক পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। বাতিল করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের র‍্যালি, মহিলা দলের আলোচনা সভা এবং পেশাজীবীদের নির্ধারিত অনুষ্ঠান সবই নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে।

মানবিক দৃষ্টিকোণ থেকে আরও কার্যকর পদক্ষেপ নেন তারেক রহমান। তিনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে নির্দেশ দেন উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্স সহ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে। একইসঙ্গে তিনি লন্ডন থেকে সরাসরি উদ্ধার তৎপরতার অগ্রগতি তদারকি করেন। এছাড়া তিনি দলের সকল অঙ্গ সংগঠনকে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং আহতদের জন্য রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

পরবর্তী চিকিৎসা ও অন্যান্য সহায়তার জন্য বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে দায়িত্ব দেন তারেক রহমান। তাকে এই সমন্বয় কার্যক্রমের মূল সমন্বয়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জাতীয় শোকের এমন সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখা ও মানবিক সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করাকে রাজনৈতিক বিশ্লেষকরা দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, এ ধরনের সিদ্ধান্তই একটি রাজনৈতিক দলকে মানুষের কাছাকাছি নিয়ে যায় এবং জাতীয় ট্রাজেডির মুহূর্তে প্রকৃত মানবিক নেতৃত্বের পরিচয় তুলে ধরে।

Jahan

×