
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। এই শোকের রেশ এখন তারকাদের মাঝেও ছুঁয়ে গেছে।
দেশের এমন মর্মান্তিক ঘটনায় ছোট পর্দার অভিনেতা আরশ খান পরিচালক-প্রযোজকদের প্রতি তার নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘সাধারণ জনগণের মানুষের মানসিক অবস্থা এখন ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাদের আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’
আরশের এই মানবিক অনুরোধে তার প্রতি ভক্তরা ব্যাপক প্রশংসা জানিয়েছেন।
রাজু