ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

একটু স্কিন ডোনেশনেই ফিরতে পারে হাসি- তাদের শরীর পুড়েছে, স্বপ্ন নয়

প্রকাশিত: ০১:২৭, ২৩ জুলাই ২০২৫

একটু স্কিন ডোনেশনেই ফিরতে পারে হাসি- তাদের শরীর পুড়েছে, স্বপ্ন নয়

সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অসংখ্য শিক্ষার্থীর জীবন এখন ঝুঁকিতে। তাদের অনেকের শরীরের বিশাল অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা জানিয়েছেন—স্কিন গ্রাফটিং ছাড়া তাদের বাঁচানোর আর কোনো উপায় নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহবুব হাসান (Room No: 345) জানিয়েছেন, স্কিন ডোনেশন এখন অত্যন্ত জরুরি। বিশেষ করে যাদের শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে, তাদের জন্য এটা জীবন-মরণ পরিস্থিতি।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী

  • সাধারণত উরুর (thigh) অংশ থেকে ত্বক সংগ্রহ করা হয়।
  • দাতার শরীরের ওই অংশ ১৪ দিনের মধ্যে সেরে ওঠে।
  • সামান্য একটি দাগ ছাড়া শরীরে কোনো বড় ক্ষতি হয় না।

স্কিন ডোনেশনের প্রক্রিয়া:

  • প্রথমদিন শুধু রক্ত পরীক্ষার জন্য হাসপাতাল আসতে হবে।
  • রিপোর্ট ঠিক থাকলে দুই দিনের মধ্যে যোগাযোগ করে ডোনেশন নেয়া হবে।
  • সেই দিনই ডে কেয়ারে পর্যবেক্ষণের পর রাতে ছেড়ে দেওয়া হবে।

ডা. মাহবুব আরও বলেন, “একজনের দেওয়া স্কিন আরেকজনের জীবন বাঁচাতে পারে। সময় খুবই সংকটাপন্ন।”

এই মানবিক বিপর্যয়ে দাঁড়িয়ে সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসর অনুরোধ জানানো হয়েছে বার্ন ইউনিটের পক্ষ থেকে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট ইউনিটে।

এখনই আপনার সহানুভূতি আর সাহসিকতার সময়। আমাদের ছোট্ট এক পদক্ষেপ, কারো জন্য হতে পারে নতুন জীবন।

হ্যাপী

×