
ছবি: সংগৃহীত
গাজায় চলমান অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগ ও আন্তর্জাতিক তদন্তের মুখে এবার দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলি সেনাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ছুটি কাটাতে গিয়ে এরই মধ্যে বেলজিয়ামে জিজ্ঞাসাবাদের শিকার হন দুজন। আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে ইসরাইলেই দিন কাটাচ্ছে অনেকে। বছরের পর বছর গাজার যুদ্ধক্ষেত্রে বর্বরতা চালিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে আইডিএফ সদস্যরা। বেছে নিচ্ছে আত্মহননের পথ।
ইসরায়েলি সেনা সদস্যদের মধ্যে যারা কানাডা, বেলজিয়াম, ব্রাজিলসহ পশ্চিমা দেশগুলোর নাগরিকত্বও বহন করছেন, তারা পড়েছেন বড় ধরনের আইনি ঝুঁকিতে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-সহ একাধিক দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী পর্যন্ত রয়েছেন গ্রেফতারি পরোয়ানার আওতায়।
সম্প্রতি গাজায় মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দেয় কানাডিয়ান পুলিশ। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে কানাডা-ইসরায়েল দ্বৈত নাগরিক সেনাদের মধ্যে। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কানাডায় ফিরে যাওয়ার সাহস পাচ্ছেন না অনেক আইডিএফ সদস্য।
দীর্ঘদিন ধরে গাজায় চলমান আগ্রাসনের কারণে শুধু আইনি নয়, মানসিক চাপও বেড়েছে সেনাদের মধ্যে। যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দায়িত্ব পালন করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেকেই। এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচতেই অনেকে বেছে নিচ্ছেন আত্মহননের পথ।
শুধু গেল দুই সপ্তাহেই ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত চারজন সদস্য আত্মহত্যা করেছেন। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে—যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=Mjfh6yNeWWk
রাকিব