
ছবি: সংগৃহীত।
নেত্রকোনায় মাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মোবারক হোসেন সাগর (২০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে সাগরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদাণ্ড দেয়া হয়।
দণ্ডিত আসামী মোবারক হোসেন সাগরের বাড়ি মোহনগঞ্জ উপজেলা নাগডড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। সাগর তার মা’র সঙ্গে একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতো। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।
রায়ের বিবরণে জানা গেছে, আসামী মোবারক হোসেন সাগর বখাটে ও নেশায় আসক্ত ছিল। সাংসারিক কাজকর্ম ও নেশা সেবন নিয়ে প্রায়সময়ই তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর বসতঘরের ভিতরে তার মা’র গলায় প্লাস্টিকের রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোটভাই ইউনুস মিয়া বাদী হয়ে সাগরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামীর জবানবন্দি, ১০ জন সাক্ষীর স্বাক্ষ্য ও অন্যান্য উপায়ে সাগরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিচারক সাগরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার প্রায় তিন বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম। আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ আবুল বাশার।
মিরাজ খান