ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাবি শিবিরের দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:৫১, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাবি শিবিরের দোয়া মাহফিল

ছবি: জনকণ্ঠ

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে শাখা ছাত্র শিবিরের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মোনাজাত পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, "মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আজকে আমরা দোয়া মাহফিলের আয়োজনটি করেছি। আহত শিক্ষার্থীদের জন্য আমাদের জনশক্তিরা সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। আমাদের জনশক্তিরা ঢাকা মেডিক্যালে গিয়ে রক্ত দিয়ে এসেছেন।" এছাড়াও আহতদের সহায়তায় সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সর্বদা রাজপথে তৎপর ছিল ছাত্রশিবির। আমরা শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবি আদায়ে যেমন রাজপথে ছিলাম তেমনি তাদের বিপদের দিনেও সবার আগে পাশে এসে দাঁড়িয়েছি।"

তিনি আরো বলেন, "মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।"

উল্লেখ্য, গতকাল (সোমবার) রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর বিধ্বস্ত হয় একটি এফ-৭ ফাইটার জেট বিমান। এতে বেশ কিছু শিশুসহ অনেকে আহত ও নিহত হয়।

Mily

×