ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

কুমিল্লার কোটবাড়ি সড়কটি ভাঙাচোরা, জনদুর্ভোগ চরমে

সোহাইবুল ইসলাম সোহাগ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত: ২২:০১, ২২ জুলাই ২০২৫

কুমিল্লার কোটবাড়ি সড়কটি ভাঙাচোরা, জনদুর্ভোগ চরমে

কুমিল্লা নগরীর টমছমব্রিজ থেকে কোটবাড়ি সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত আর খানাখন্দ। এসব গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সড়কের প্রকৃত অবস্থা বোঝা যাচ্ছে না। ফলে যানবাহন চলছে ধীরগতিতে, হেলেদুলে, চরম ঝুঁকি নিয়ে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে হালকা বৃষ্টিতে সড়কে পানি জমে গর্তগুলো ঢাকা পড়ে যায়। এতে কয়েকটি অটোরিকশা গর্তে আটকে পড়ে।

জানা গেছে, টমছমব্রিজ থেকে নন্দনপুর হয়ে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত সড়কের ইট-পাথর ও সুরকি উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে পথচারী ও যাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। একই সঙ্গে গণপরিবহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয়দের প্রশ্ন—কবে হবে সড়কটির সংস্কার?

ভাঙাচোরা সড়কের কারণে জমে থাকা পানি এখন যেন পুকুর-জলাশয়ের চেহারা নিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। কিছুদিন আগে চাঁপাপুর থেকে টমছমব্রিজ পর্যন্ত অংশের সংস্কার শেষ হলেও টমছমব্রিজ থেকে কোটবাড়ি অংশে এখনও কোনো কাজ শুরু হয়নি।

এই সড়ক দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সিটি কলেজ, পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সিসিএন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সেনানিবাস, বিজিবি সেক্টর হেডকোয়ার্টার্স, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, র‍্যাব কার্যালয়, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, সার্ভে ইনস্টিটিউট, পানি উন্নয়ন বোর্ড, আনসার-ভিডিপি আঞ্চলিক কার্যালয় ও প্রাণিসম্পদ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ময়নামতি জাদুঘর, শালবন বিহারের মতো পর্যটন কেন্দ্র রয়েছে। এসব স্থানে যাতায়াতে সাধারণ মানুষ এবং পর্যটকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান জানান, “প্রায় দুই বছর ধরে অস্থায়ী সংস্কার করে সড়কটি চালানো হচ্ছে। কিন্তু স্থায়ী কোনো উন্নয়ন হয়নি। সড়ক বিভাগ কিংবা সিটি করপোরেশন কেউই স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।”

আরেক বাসিন্দা মনসুর হিল্লোল বলেন, “যাতায়াতে আমাদের যে কষ্ট হয়, তা মহান আল্লাহ ছাড়া কেউ বোঝে না। ছোট ছোট শিক্ষার্থীদের যে দুর্ভোগ— অন্তত সেটার জন্য হলেও সড়ক বিভাগ দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। না হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সড়ক বিভাগের বিরুদ্ধে আন্দোলনে যেতে পারে।”

কুমিল্লা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম বলেন, “কোটবাড়ি সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে যাতায়াতে আমাদের অটোরিকশাসহ অনেক যানবাহন নষ্ট হচ্ছে। মাঝপথে যাত্রীরা আটকে পড়ছেন। দ্রুত সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে।”

এ বিষয়ে সড়ক ও জনপথ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি একটু কমলেই সংস্কারকাজ শুরু হবে।”

সানজানা

×