ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, শিক্ষা সচিব পদত্যাগ না করলে সচিবালয়ে কফিন মিছিল নিয়ে যাবে জুলাই ঐক্য

প্রকাশিত: ১৫:৩৭, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩৯, ২২ জুলাই ২০২৫

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, শিক্ষা সচিব পদত্যাগ না করলে সচিবালয়ে কফিন মিছিল নিয়ে যাবে জুলাই ঐক্য

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা পরবর্তী সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের যে আচরণ করেছে তা সম্পূর্ণ অমানবিক যা অগ্রহণযোগ্য। 

 

 

সোমবার মাইলস্টোনে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু শিক্ষার্থী ও শিক্ষক। এই ঘটনায় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেনি। বিষয়টি নিয়ে দুপুর থেকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে অনেকেই পরীক্ষা স্থগিতের কথা জানালেও জানা গেছে সচিবের পরিকল্পনায় সিদ্ধান্ত দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। সারাদেশের শিক্ষার্থীরা যখন সহপাঠীদের হারিয়ে বাকরুদ্ধ সে সময় একজন সচিবের কারণে সে অবস্থায় অনেককে পড়ার টেবিলে যেতে হয়েছে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে গভীর রাতে ঘোষণা আসে পরীক্ষা স্থগিতের। তাও আবার তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়। এমতো অবস্থায় অথর্ব এবং অনিয়ন্ত্রিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের তার পদে থাকার যৌক্তিকতা রাখে না বলে মনে করছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ জোট জুলাই ঐক্য। 

 

 

শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবীর সঙ্গে ঐকমত্য এবং সংহতি জানাচ্ছে জুলাই ঐক্য। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের একজন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর। সিদ্দিক জোবায়ের সাবেক বিদ্যুৎ প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। শিক্ষা জীবনে ৩য় শ্রেণি প্রাপ্ত। আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতে লুটপাটের তিনি অন্যতম সহযোগী। অবসরে যাওয়ার পরও কার সুপারিশে কী কারণে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল সরকার এখন পর্যন্ত তা পরিষ্কার করেনি। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সিদ্দিক যোবায়ের এর নেতৃত্বে ফ্যাসিস্ট দোসরদের  পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে।

জুলাই ঐক্য থেকে প্রকাশিত ৪৪ আওয়ামী দোসর আমলার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের নাম ছিল ২৪ নাম্বারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্দিক জোবায়েরের সঙ্গে অন্তর্বর্তী সরকার চুক্তি বাতিল এবং বরখাস্ত না করলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করবে জুলাই ঐক্য। 

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিকট দাবি করছি এখনও পর্যন্ত সচিবালয়ে যে সব আওয়ামী লীগের দোসর ভারতীয় প্রক্সিরা নিয়ন্ত্রণ করছে অভিলম্বে তাদের বরখাস্ত এবং বিচারের আওতায় আনুন। 

ছামিয়া

×