ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

প্রকাশিত: ২০:১৮, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। 
মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিন যেনো শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন— এই দোয়া করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, আহবায়ক, সদস্য সচিব ও সদস্য বৃন্দরা।

আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক শোক বার্তায়—  বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করেছেন। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি । একই সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দান এবং প্রয়োজনী সহযোগিতা নিয়ে শোকাহত পরিবারের পাশে থাকবে ‘আমরা বিএনপি পরিবার’।

প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায়— বিমান দুর্ঘটনার পরেই মাইলস্টোনে গিয়ে স্বেচ্ছাসেবকের কাজ শুরু করেন সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, আহবায়ক, সদস্য সচিব ও সংশ্লিষ্ট সদস্যরা।▫️
 

শিহাব

×