ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

কেরাণীগঞ্জে ডাকাতির সময় ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

কেরাণীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ২২ জুলাই ২০২৫

কেরাণীগঞ্জে ডাকাতির সময় ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের পরিচয়ে ডাকাতির চেষ্টা করার সময় এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ রিপন সরদার (২৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ কুলচারিত্র এলাকার মোঃ আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কেরাণীগঞ্জ মডেল থানার অন্তর্গত কালিন্দি ইউনিয়নের নেকড়োজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিপন সরদার নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে পান্ডব সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ব্যবসায়িক নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে র‌্যাবকে খবর দেয়। পরে র‌্যাব-১০ এর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাকে কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

মুমু ২

আরো পড়ুন  

×