ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

এইটা কোনো দেশ হইলো! সন্তান হারিয়ে বাবার হৃদয়বিদারক আক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২২ জুলাই ২০২৫

এইটা কোনো দেশ হইলো! সন্তান হারিয়ে বাবার হৃদয়বিদারক আক্ষেপ

ছবি: সংগৃহীত

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় সেখানে নিয়মিত ক্লাস চলছিল, ফলে বহু শিক্ষার্থী ভবনের ভেতরেই অবস্থান করছিল।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। আরও অনেকেই ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের বেশিরভাগই অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রী বলে জানা গেছে।

ঘটনাস্থলে সন্তান হারানো এক বাবাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় । বুকফাটা আহাজারি করে তিনি বলেন, “এইটা কোনো কথা! এইটা কোনো দেশ হইলো? একটা লোকালয়ের উপর দিয়ে কেন ট্রেনিং বিমান উড়বে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই। এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরা ফ্যামিলি এই দেশ থেকে চলে যাব।”

তিনি আরও বলেন, “আমার ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। পুরা কলেজে ফার্স্ট হতো। ও ছিল সবচেয়ে স্মার্ট। আমরা এ দেশে থাকবো না, এদেশের পলিটিশিয়ানরা দেশটা পল্যুট করে ফেলেছে।”

জানা গেছে, তার দুই সন্তানই মাইলস্টোন স্কুলে পড়তো। বড় ছেলে নিহত হয়েছে, ছোট মেয়ে এখনো সুস্থ আছে।

মুমু ২

×