ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৫:০৬, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০৬, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। সেসময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডাঃ ইব্রাহীম রহমান বাবু, ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম নাসিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আয়োজকরা জানান, ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সমগ্র জাতি শোকে কাতর হয়ে পড়েছে। চরম মানবিক বিপর্যয় ঘটেছে। হতা-হতের ঘটনা খুবই দুঃখজনক। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। রক্ত দেওয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শ্ববর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়া হবে। 

মিরাজ খান

আরো পড়ুন  

×