
ছবি: সংগৃহীত।
ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। সোমবার (২১ জুলাই) তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে ধনখড় তার স্বাস্থ্যগত সমস্যা ও চিকিৎসকদের পরামর্শকে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, “চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”
ধনখড় তার পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, “যে আন্তরিকতা ও আস্থা আমার প্রতি দেখানো হয়েছে, তা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। উপরাষ্ট্রপতি হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।”
চিঠিতে তিনি আরও বলেন, দায়িত্বে থাকাকালীন ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির সাক্ষী হওয়াটা ছিল তার জীবনের অন্যতম প্রাপ্তি।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ আগস্ট এনডিএ মনোনীত প্রার্থী হিসেবে ভারতের ১৪তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন জগদীপ ধনখড়। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। গত মার্চে হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নুসরাত