ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের এই বড় শহর

প্রকাশিত: ১০:০৩, ২২ জুলাই ২০২৫

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের এই বড় শহর

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালেই ভারতের রাজধানী দিল্লি ও এর আশেপাশের এনসিআর অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় রিখটার স্কেলে মাত্রা ৩.২ এর এই ভূকম্পনের কেন্দ্রস্থল ফরিদাবাদ। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। তবে এ পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বছরের শুরু থেকে দিল্লি-এনসিআর এলাকায় বারবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। চলতি মাসের ১০ তারিখেও রিখটার স্কেলে মাত্রা ৫.৩ এর জোরালো ভূমিকম্প অনুভূত হয়, যা হরিয়ানা ও উত্তরপ্রদেশেও টের পেয়েছিল স্থানীয়রা। ফেব্রুয়ারি মাসেও রিখটার স্কেলে মাত্রা ৪ এর ভূমিকম্পে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়েছিলেন।

কম্পনের উৎসস্থল বেশ গভীর নয় হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লি ও আশেপাশের এই ভূমিকম্পের পুনরাবৃত্তি ভূমিকম্প বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবির

×