
মিসরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশে সাম্প্রতিক এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু ও বহু আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিসরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই শোক বার্তায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান, শিক্ষার্থী মামুন বিন আব্দু সাত্তার, এবং শিক্ষার্থী সুফিয়ান মুহাম্মদ ইয়াসিন ও হাফেজ ইব্রাহিম তুরাগ। তারা সবাই এই ট্র্যাজেডিকে "জাতীয়ভাবে এক হৃদয়বিদারক ক্ষতি" হিসেবে আখ্যা দেন।
বিবৃতিতে তারা বলেন,
“বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যে মেধাবী শিক্ষার্থীরা অকালেই ঝরে গেল, তা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি—মৃতদের জান্নাত দান করুন, আহতদের দ্রুত আরোগ্য দিন, এবং তাঁদের পরিবারবর্গকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”
তারা আরও বলেন, এই ঘটনা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক হৃদয়বিদারক মুহূর্ত, এবং এটি যেন আর কখনো না ঘটে, সেজন্য দোয়া ও প্রতিশ্রুতি দুটোই অপরিহার্য।
তাসমিম