ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

"আম্মু আমারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়া যাও"

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৭:১৭, ২২ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। 

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এছাড়া আরও অনেক আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনায় সন্তান হারানো এক মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবাই চিল্লাইছে। বারবার কইছে, ‘আম্মু, কতক্ষণ লাগবো? ভাইয়া, কতক্ষণ লাগবো আর?’ এত দূরে হাসপাতাল কেন? এত দূরে হইলে তো মানুষ রাস্তায় মারা যাইবো। কাছে কেন বানায় না হাসপাতাল?”

×