
ছবি: সংগৃহীত
এক সময় বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে লম্বা লাইনে দাঁড়ানো ছিল নিত্যদিনের ঘটনা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বিল জমা দেওয়া হতো। কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে এখন সেই ভোগান্তি আর নেই। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব।
বর্তমানে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে দেশের যে কোনো স্থান থেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করা যাচ্ছে। শুধু মোবাইল অ্যাপেই নয়, ব্যাংকের নিজস্ব অ্যাপ দিয়েও এখন অনলাইনেই এই সেবা পাওয়া যাচ্ছে।
সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত প্ল্যাটফর্ম বিকাশ। এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ, বিপিডিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো ও ওয়েস্ট জোনের প্রিপেইড ও পোস্টপেইড উভয় ধরনের বিল খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে। বিল পরিশোধের পরপরই গ্রাহকের মোবাইলে রশিদ চলে আসে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা সম্ভব।
মোবাইলে বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা:
✅ ব্যাংকে লাইনে দাঁড়াতে হয় না
✅ যেকোনো সময়, যেকোনো স্থান থেকে বিল পরিশোধ
✅ বিল পরিশোধে সময় ও খরচ বাঁচে
✅ বিলের রশিদ সঙ্গে সঙ্গে মোবাইলে পাওয়া যায়
প্রযুক্তিনির্ভর এই সেবা সময় বাঁচানোর পাশাপাশি ভোগান্তি কমিয়ে দেশের ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
আঁখি