ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নাসিরুদ্দিন পাটোয়ারীকে পাবনা পাঠানোর আহ্বান ছাত্রদল নেতা জাফরের

প্রকাশিত: ২৩:৫৬, ২২ জুলাই ২০২৫

নাসিরুদ্দিন পাটোয়ারীকে পাবনা পাঠানোর আহ্বান ছাত্রদল নেতা জাফরের

ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের এক কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর আহ্বান জানিয়েছেন।

আজ (২১ জুলাই) মঙ্গরবার সকাল ১১টায় শ্রীপুর সরকারি কলেজ মাঠে একটি কর্মী সম্মেলনে এসব কথা বলেন এই ছাত্রনেতা।

আবু জাফর ক্ষোভ প্রকাশ করে বলেন, "নতুন বাংলাদেশে একটি গোষ্ঠী গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে নিয়ে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।" তিনি দৃঢ়ভাবে বলেন যে, গণঅভ্যুত্থান কোনো একক দলের সম্পত্তি নয়, বরং এটি বাংলাদেশের আপামর জনতার সম্মিলিত সংগ্রাম। তবে একক দল হিসেবে 'চব্বিশের গণঅভ্যুত্থান'-এ ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। তাই, ছাত্রদলকে বাদ দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে বলে তিনি মন্তব্য করেন। একটি 'গুপ্ত সংগঠন'-এর সমালোচনা করে তিনি বলেন, তাদের সভাপতি নিজে আন্দোলনে অংশ না নিয়ে সবজি কেনায় ব্যস্ত ছিলেন, অথচ এখন তারা এককভাবে গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চাইছে।

এইচ এম আবু জাফর গণঅভ্যুত্থানের মহান শহীদদের প্রতি সরকারের 'বিভক্তি ও বৈষম্যমূলক আচরণের' তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "পাঠ্যপুস্তকে ওয়াসিম আকরামের নাম সংযুক্ত করা হয়নি শুধুমাত্র ছাত্রদলের কর্মী হওয়ার কারণে, যা অত্যন্ত দুঃখজনক।" তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে ভবিষ্যতে সকল শহীদের সমান মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও হুঁশিয়ারি দেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত লাগামহীন বক্তব্য বন্ধ করুন। বিএনপি নেতাদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বন্ধ না করলে সারা বাংলাদেশের ছাত্রদলের নেতাকর্মীরা তাকে রাজপথে প্রতিহত করবে। এনসিপির নেতাদের প্রতি তার আহ্বান ছিল, "আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারীকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করুন। তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে রাজপথে উপযুক্ত চিকিৎসা দিতে বাধ্য হবে।"

এইচ এম আবু জাফর অভিযোগ করেন যে, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 'ধর্মভিত্তিক পীর ব্যবসায়ীরা' পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে 'ফ্যাসিবাদকে পুনর্বাসন' করতে চায়। তিনি ব্যঙ্গ করে বলেন, "অনেক পীর আছে যাদের মুরিদ আছে কিন্তু ভোটার নাই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।" তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ওয়াসিম সাঈদ সহ ২০০০ ভাই 'ফ্যাসিবাদের পুনর্বাসনের' জন্য জীবন দেননি।

এই ছাত্রনেতা ৩১ দফার ভিত্তিতে একটি 'সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ' বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটি গঠনের ক্ষেত্রে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা, ত্যাগ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

ফারুক

আরো পড়ুন  

×