ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল জামায়াতে ইসলামী

ইসরাফিল ফরাজী

প্রকাশিত: ০১:১২, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০১:১৫, ২৩ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দলের মধ্যে ছিলো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতারা।

বৈঠকে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাসহ সমসাময়িক পরিস্থিতি ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘গতকাল মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছি। আহতদের চিকিৎসায় যেন ত্রুটি না হয় সেটি সরকারকে বলেছি। পাশপাশি নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরেকটু কঠোর হওয়ার পরামর্শ দিয়েছি। কোনো একটি মহল পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থতির অবনতির চেষ্টা করছে। এই দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ করতে হবে।’ এসময় নির্বাচনের বেশ আগেই একটা স্থিতিশীল পরিস্থিতি ও লেভের প্লেইং ফিল্ড নিশ্চিতের কথাও বলেন তিনি।

রাকিব

আরো পড়ুন  

×