ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জাতীয় শোকের সময় ঐক্য ও সহমর্মিতা প্রয়োজন: তারেক রহমান

প্রকাশিত: ০০:৫৫, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৮, ২৩ জুলাই ২০২৫

জাতীয় শোকের সময় ঐক্য ও সহমর্মিতা প্রয়োজন: তারেক রহমান

ছবিঃ তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের চলমান শোকাবহ পরিস্থিতিতে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "জাতির এই শোকের সময়ে আমাদের সংহতি ও সহনশীলতার মূল্যবোধকে ধারণ করে একটি দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে হবে।"

তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যের কারণে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চলছে।" তিনি এ ধরনের কর্মসূচিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে এই মুহূর্তে কোনো বিভেদ নয় বরং জাতিগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে তালিকাভুক্ত করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার কারণ উদঘাটনে স্বচ্ছ তদন্তে সহায়তা করার কাজে।"

তারেক রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মতা প্রকাশ করেন এবং বলেন, “বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি সঙ্কট সংহতির মধ্য দিয়েই মোকাবিলা করতে হবে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

নোভা

আরো পড়ুন  

×