ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

“শোকের এই দুঃসহ সময়ে, রাগ নয়-প্রয়োজন সংহতি” : তারেক রহমান

প্রকাশিত: ২৩:০৭, ২২ জুলাই ২০২৫

“শোকের এই দুঃসহ সময়ে, রাগ নয়-প্রয়োজন সংহতি” : তারেক রহমান

সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি আজ যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শিশুদের পোড়া ইউনিফর্ম, বইয়ের ছেঁড়া পাতা, আর নিথর শরীর—এসবের মধ্যেই উঠে এল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক আবেগঘন আহ্বান।

এক বিবৃতিতে তিনি বলেন—“এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি জাতির হৃদয়বিদারক ক্ষণ। এই শোকের সময়ে আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। সহিংসতা বা রাগ নয়, এখন প্রয়োজন শান্তি, সংহতি ও সহানুভূতি।”

তিনি বিশেষভাবে আহ্বান জানান—“শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তাদের কণ্ঠে আমরা ব্যথা শুনি। কিন্তু এই মুহূর্তে সহিংসতা বা উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।”

তারেক রহমান নিহতদের পরিবার, আহতদের এবং সমগ্র মাইলস্টোন কমিউনিটির প্রতি গভীর সমবেদনা জানান। বলেন—“আজ যারা সন্তান হারিয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশযোগ্য নয়। আমি তাদের পাশে আছি, আমরা সবাই তাদের পাশে আছি।”

বিবৃতিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হয় এবং এমন বিপর্যয় যেন আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে না ঘটে।

হ্যাপী

আরো পড়ুন  

×