ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শেওরাপাড়ায় অগ্নিকাণ্ড: প্রাণে রক্ষা পেল শতাধিক মানুষ

প্রকাশিত: ২৩:৫৯, ২২ জুলাই ২০২৫

শেওরাপাড়ায় অগ্নিকাণ্ড: প্রাণে রক্ষা পেল শতাধিক মানুষ

সংগৃহীত

ঢাকার শেওরাপাড়া এলাকায় আজ, ২২ জুলাই, ২০২৫, সন্ধ্যা ৬টা ১১ মিনিটে একটি চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পরে, তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ভবনের বাসিন্দারা দ্রুত ভবনটি ত্যাগ করেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত, আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছেন।

হ্যাপী

×