ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৬:০৪, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৬:০৪, ২২ জুলাই ২০২৫

রাজবাড়ীতে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা ও এইচএসসি-২০২৫ ব্যাচের পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রেলগেট এলাকা ঘুরে এসে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী তামিম, আতিক, উম্মে সাদিয়া প্রমুখ। বক্তারা বলেন, “গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমরা শুধুই চাইছিলাম পরীক্ষা স্থগিত হোক। অথচ শিক্ষা উপদেষ্টা তার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার প্রমাণ দিয়েছেন।”

তারা আরও বলেন, “মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি আমাদের শোকাহত করেছে। এই ঘটনার দায়ভার এড়াতে পারেন না শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব। আমরা তাদের পদত্যাগ দাবি করছি। সেই সঙ্গে নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশেরও দাবি জানাই।”

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, "আমরা আর এক মুহূর্তও তাদের দায়িত্বে দেখতে চাই না।"

মিরাজ খান

×