
ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল ট্রাজেডির ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মুনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
রিটে তিনি জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এবং নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চান।
শুনানিকালে বিচারপতি ফাহমিদা কাদের বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিমান বিধ্বস্তের পেছনের কারণ অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বিমানবাহিনীর এফ-৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন আদালত।
রিট আবেদনে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা, এবং তাদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা কীভাবে পরিচালিত হচ্ছে, — সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চাওয়া হয়েছে। আদালত এ বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিতে নির্দেশ দিয়েছেন।
হাইকোর্ট থেকে আরও নির্দেশনা এসেছে, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি বিবেচনায় নিতে হবে। এতে চিকিৎসার মান নিশ্চিতের পাশাপাশি দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকিও কমে আসবে বলে মত দেন বিচারপতিরা।
হাইকোর্টের জারিকৃত রুলে রাষ্ট্রপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে কারণ দর্শানোর জন্য চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটি দ্রুত কার্যক্রম শুরু করে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।
ছামিয়া