
জামালপুরের মেলান্দহ বাজারে দোকানের সিলিং ধসে পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন মেলান্দহ বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মুস্তাকিন নিজ দোকানে মালামাল গুছাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দোকানের ছাদের সিলিং ভেঙে পড়ে তার ওপর। মুহূর্তেই তিনি সিলিং ও হার্ডবোর্ডের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় মুস্তাকিনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত জামালপুর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
দুঃখজনকভাবে, সদর হাসপাতালে নেয়ার পথে রাতেই মুস্তাকিনের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দোকানের সিলিং ধসে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রাজু