ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রেক্ষাগৃহে কালো পর্দা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ২২ জুলাই ২০২৫

প্রেক্ষাগৃহে কালো পর্দা

.

দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাজধানীসহ দেশের বেশকিছু প্রেক্ষাগৃহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে হল মালিকরা। ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা হল, লায়ন সিনেমাস একদিনের জন্য কালো পর্দা দিয়ে রেখেছে। আর ঢাকার বাইরে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, যশোরের মণিহার, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, সৈয়দপুরের তামান্না সিনেমা হলও বন্ধ রাখা হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল মঙ্গলবার জানিয়েছেন, তারা হল বন্ধ রাখতে আগের রাতেই এ সংক্রান্ত চিঠি মালিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। তিনি বলেন, যে বাচ্চাগুলো নিহত হয়েছে, আহত হয়েছে তাদের জন্য শোক প্রকাশ করে আমরা সারাদেশের সিনেমা হল মালিকদের অনুরোধ করেছি মঙ্গলবার যেন সিনেমা হল বন্ধ রাখে।
পাশাপাশি নামাজের পর যেন একটা দোয়ার আয়োজন করেন সেই অনুরোধ ও জানিয়েছি। শিক্ষার্থী শোকবার্তা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। এছাড়াও ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘও শোক জানিয়ে বার্তা দিয়েছে।

প্যানেল মজি

×