ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

এবার ভূমিকম্পের আগেই পাবেন সতর্কবার্তা, অ্যান্ড্রয়েড ফোনে আসবে মেসেজ

প্রকাশিত: ২৩:১০, ২২ জুলাই ২০২৫

এবার ভূমিকম্পের আগেই পাবেন সতর্কবার্তা, অ্যান্ড্রয়েড ফোনে আসবে মেসেজ

ছবিঃ সংগৃহীত

ভূমিকম্পের মতো প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এবার অ্যান্ড্রয়েড ফোনেই আগাম সতর্কবার্তা! এমনই এক যুগান্তকারী প্রযুক্তির কথা সামনে এসেছে, যা বিপদের মুহূর্তে আপনার জীবন বাঁচাতে পারে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

আপনার অ্যান্ড্রয়েড ফোনেই আসবে ভূমিকম্পের সতর্কবার্তা। ২০২০ সালে গুগল চালু করে অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট (AEA) নামের একটি প্রযুক্তি, যা এখন আরও কার্যকরভাবে কাজ করছে। মূলত, ফোনে থাকা অ্যাক্সিলোমিটার সেন্সরের মাধ্যমে যেকোনও কম্পন শনাক্ত করে গুগলের সার্ভারে ডেটা পাঠানো হয়।

যখন একই এলাকায় একাধিক ফোন একসঙ্গে কম্পন অনুভব করে, তখন সার্ভার বুঝতে পারে, এটি ভূমিকম্প হতে পারে। নিশ্চিত হলে, গুগল সেই অঞ্চলের সব অ্যান্ড্রয়েড ফোনে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠিয়ে দেয়।

বিশ্বের বৃহত্তম ভূমিকম্প সতর্কতা নেটওয়ার্ক

এই সিস্টেমটি বর্তমানে ৯৮টি দেশে চালু রয়েছে এবং প্রায় ২.৫ বিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এতে যুক্ত। গবেষণা বলছে, এটি উচ্চমূল্যের সিসমিক স্টেশনের তুলনায় অনেক সস্তা এবং কার্যকর।

সায়েন্স জার্নালে গবেষণা কী বলছে?

২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে সিস্টেমটি ৩১২টি ভূমিকম্প সনাক্ত করেছে, যার মাত্রা ছিল ১.৯ থেকে ৭.৮। ব্যবহারকারীদের মধ্যে ৮৫ শতাংশ কম্পন অনুভব করেছেন। এর মধ্যে:

  • ৩৬% ভূমিকম্প শুরু হওয়ার আগেই সতর্কতা পেয়েছেন

  • ২৮% ভূমিকম্প চলাকালীন

  • ২৩% পরে পেয়েছেন

ডেমো তুরস্কে

তুরস্কে ৬.২ মাত্রার এক ভূমিকম্পের সময় এই সিস্টেমের কার্যকারিতা ভিডিওতে দেখানো হয়েছে। P ও S তরঙ্গের গতি দেখিয়ে বোঝানো হয়েছে কীভাবে ফোন আগাম কম্পন শনাক্ত করে সতর্কবার্তা দেয়।

আপনার ফোনই একেকটি সিসমিক স্টেশন

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন এখন একেকটি ক্ষুদ্র ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ফোনের সেন্সর যতই সাধারণ হোক, কোটি কোটি ফোন একসঙ্গে কাজ করলে অত্যন্ত কার্যকর একটি সতর্কতা ব্যবস্থা গড়ে ওঠে।

ইমরান

আরো পড়ুন  

×