ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সচিবালয়ে শিক্ষার্থী - পুলিশ সংঘর্ষ

প্রকাশিত: ১৬:৩২, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৩৭, ২২ জুলাই ২০২৫

সচিবালয়ে শিক্ষার্থী - পুলিশ সংঘর্ষ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার জেরে বিকাল সাড়ে ৩টায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। তাদের বের করে দেওয়ার সময় পুলিশ, শিক্ষার্থী ও সচিবালয় কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার পর থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় অনেক গাড়ি ভাঙচুর হয় এবং পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছেন। এ সময় পুলিশ ও সেনা সদস্য তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়। 

সানজানা

×