ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ-চীন যৌথ প্রদর্শনী ১২ ও  ১৩ সেপ্টেম্বর

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২:৩৮, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২২:৩৯, ২২ জুলাই ২০২৫

বাংলাদেশ-চীন যৌথ প্রদর্শনী ১২ ও  ১৩ সেপ্টেম্বর

বাংলাদেশ-চীন যৌথ প্রদর্শনী : শিল্প, প্রযুক্তি ও ভবিষ্যতের পথচলা চলতি বছরের ১২ ও ১৩ সেপ্টেম্বর, ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চীন যৌথ প্রদর্শনী’। এই প্রদর্শনী বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে, যা শুধু দুই দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার ব্যবসা ও বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
চীনা দূতাবাস এবং চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ঈঊঅই)-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী হবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (ইজও)-এর বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশ এই উদ্যোগে প্রথম সারির অংশীদার এবং  দেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্প বিকাশে চীনের অবদান ইতোমধ্যেই প্রশংসিত।

প্রদর্শনীতে অংশ নেবে চীনের শীর্ষস্থানীয় নির্মাণ, যন্ত্রপাতি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যাংকিং, পরামর্শক ও লজিস্টিকস খাতের কোম্পানি এবং বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, যারা যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ খুঁজছেন। এতে অংশগ্রহণকারীরা সরাসরি আলোচনা ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবেন।
এছাড়াও প্রদর্শনী চলাকালীন বিটুবি (ই২ই) মিটিং, ইনভেস্টমেন্ট রোড শো, সেক্টরভিত্তিক কর্মশালা ও দেশি-বিদেশি মিডিয়ার সরাসরি কভারেজ থাকবে, যা এই ইভেন্টের গুরুত্ব আরও বাড়াবে। এই প্রদর্শনী একদিকে যেমন প্রযুক্তি ও উদ্ভাবনের প্ল্যাটফর্ম, তেমনি দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক কৌশলেরও অংশ। এটি বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যতের একটি দৃঢ়ভিত্তি তৈরি করবে, যেখানে পরস্পরের ওপর আস্থা ও পারস্পরিক স্বার্থে কাজ করার সুযোগ আরও প্রসারিত হবে। 
 

প্যানেল মজি

×