ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক

অবস্থা আশঙ্কাজনক, অনেকের শরীরের ৬০-৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে

প্রকাশিত: ২২:০৮, ২২ জুলাই ২০২৫

অবস্থা আশঙ্কাজনক, অনেকের শরীরের ৬০-৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে একাধিক শিশু। তাদের অনেকের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত চিকিৎসক।

কান্না মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, “ছোট ছোট বাচ্চারা, যাদের বয়স ১০ থেকে ১২ বছর, তাদের শরীরের বেশিরভাগ অংশই দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।"

চিকিৎসক আরও বলেন, “আপনারা ওখানে গিয়ে বাচ্চাদের খোঁজখবর নিন। তবে দয়া করে সতর্ক থাকুন যেন হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় কোনো যানজট না তৈরি হয়।”

আসিফ

×