ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

"আমরা ওদের ফেরত দিতে পারিনি"—ভাঙা কণ্ঠে মাইলস্টোন স্কুলের শিক্ষক

প্রকাশিত: ২২:১৯, ২২ জুলাই ২০২৫

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোনে  বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের নিয়ে চোখভেজা কথায় নিজের অনুভূতি প্রকাশ করলেন এক শিক্ষক। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "অভিভাবকরা আমাদের কাছে বাচ্চাটা দিয়ে যায় সহিসালামতে ফেরত পাওয়ার আশায়। কিন্তু আমরা যে তাদের ফেরত দিতে পারব না, এটাই তো সবচেয়ে বড় কষ্টের একটা বিষয় আমাদের জন্য।। "

তিনি আরও বলেন, "এটা অফিসিয়ালি বলা ঠিক না, কিন্তু একজন শিক্ষক আমাকে জানিয়েছেন—তিনি জানলা দিয়ে দুইজন শিক্ষার্থীকে বের করেছেন। ধোঁয়ার কারণে ওরা একপাশে সরে গিয়েছিল। ওখান থেকে দুজনকে উদ্ধার করা গেছে। তবে ভিতরের অবস্থা কতটা ভয়াবহ ছিল, এখন বোঝা যাচ্ছে—সেখানে আর কিছু নেই, পুরো জায়গাটাই এখন ফাঁকা।"

বিমান দুর্ঘটনার পর থেকে পুরো স্কুলজুড়ে শোকের ছায়া। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। চোখের সামনে এমন মৃত্যু মেনে নেওয়া যেন কারো পক্ষেই সম্ভব হচ্ছে না।

স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও দুর্ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করছেন দেশজুড়ে অসংখ্য মানুষ।

Mily

×