
ছবি: সংগৃহীত
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন। অন্যদিকে, পুড়ে বিকৃত হয়ে যাওয়া ৬ লাশের বিপরীতে এখন পর্যন্ত ৪ দাবিদার এসেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন।
এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৪৩ জন ভর্তি আছে। এদের মধ্যে ২ জনের অবস্থা উন্নতি হওয়ায় বেডে স্থানান্তর করা হয়েছে। ১০ জনের অবস্থা গুরুতর। যে ২৯ জন মারা গেছেন তাদের মধ্যে ২ জন শিক্ষক। পরিচয় সনাক্ত না হওয়া ৬ জনের মধ্যে ৪ জনের বিপরীতে দাবিদার এসেছে। তাদের ডিএনএ টেস্ট করে ম্যাচ হওয়ার পর লাশ হস্তান্তর করা হবে। তবে এখনও ২টি লাশের দাবিদার আসেনি।
তিনি বলেন, আজ রাতেই সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের এক দল বাংলাদেশে আসছে। তারা আসলে চিকিৎসায় কোন পরিবর্তন প্রয়োজন মনে করলে তারা করতে পারেন।
ছামিয়া